সন্ধ্যা ৬টা ১৫মি, এটিএন বাংলা
চার দেয়ালের কাব্যে ‘ফাতেমা তুজ জোহরা’
উপস্থাপনায়: রুমানা মালিক মুনমুন
জনপ্রিয় তারকাদের নিয়ে থাকে সাধারণ মানুষের অনেক কৌতুহল। জানতে চায় তার ব্যক্তিগত জীবনের নানা দিক। ব্যতিক্রম হয়না ঘরের বেলাতেও। প্রিয় তারকার ঘরটি কেমন, হাজারো ব্যস্ততার মাঝেও ঘরটিকে কিভাবে গুছিয়ে রাখেন এ সম্পর্কে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান “রকসি রঙের মেলা চার দেয়ালের কাব্য”তে খোলামেলাভাবে কথা বলেছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।
রুমানা মালিক মুনমুন এর উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫মিনিটে এটিএন বাংলায়।