কলকাতার তারা বাংলায়
আজ গাইবেন অনিমা রায়
উপস্থাপনা অনিন্দিতা কাজী
কলকাতার জনপ্রিয় চ্যানেল ‘তারা বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘আজ সকালের আমন্ত্রনে’ অনুষ্ঠানে ৭ এপ্রিল সরাসরি গান শোনাবেন দেশের গুনী রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। অনিন্দিতা কাজীর সঞ্চালনায় অনিমা রবীন্দ্রসঙ্গীতসহ ৫ কবির গান গেয়ে শোনাবেন আজ।
আজ সকালের আমন্ত্রনে অনুষ্ঠানে পারফর্ম প্রসঙ্গে অণিমা বলেন,‘আমার কাছে এই অনুষ্ঠানটি নতুন না হলেও প্রতিবারই নতুনের মতোই ধরা দেয়। খুব ভালো লাগে এমন নান্দনিক অনুষ্ঠানে পারফর্ম করতে। আমি মনে করি তারা বাংলার ‘আজ সকালের আমন্ত্রনে’ এবং চ্যানেল আই এর ‘গানে গানে সকাল শুরু’ এই দুটি অনুষ্ঠান শুদ্ধ সঙ্গীত চর্চা যারা করেন তাদের জন্য আশীর্বাদের মতো। এাঁ অনেক বড় প্লাটফর্ম আমাদেও জন্য। আজকের অনুষ্ঠানের জন্যও বেশ কিছু প্রস্তুতি নিচ্ছি। আশা করছি নিজের গোছানো কিছু গান সহ দর্শকদের অনুরোধেও বেশ কিছু গান গাইবো।’
উল্লেখ্য, তারা বাংলায় অনুষ্ঠানটি আজ সকাল ৮ টা থেকে সরাসরি ও রাতে এটির পুনঃপ্রচার দেখানো হয়।