বিকাল ৪টা ৩০ মি, ৮ এপ্রিল, এসএটিভি

পক্ষীবিদ ইনাম আল হক’কে

নিয়ে এবারের অন্তরে মম

প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারি প্রযোজক: জহির উদ্দিন রবিন

পাখি বিশেষজ্ঞ, আলোকচিত্রী, লেখক, পর্যটক ও সরকারি কর্মকর্তা ইনাম আল হক’কে নিয়ে নির্মিত হয়েছে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে মম’-এর এবারের পর্ব। বরেণ্য ব্যক্তিবর্গের জীবন ও কর্মকে দর্শকদের সামনে তুলে ধরতে এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন খ্যাতিমান ব্যক্তিকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। সেই সাথে থাকে তাঁর সংক্ষিপ্ত সাক্ষাৎকার।

ইনাম আল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন ব্যাচের সেরা ছাত্র হিসেবে। কিছুদিন তিনি একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রাণের টানে জলচর পাখি শুমারি কার্যক্রমে যোগ দেন ১৯৯৪ সালে। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ বার্ড ক্লাব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি পাখি পর্যবেক্ষণ, গবেষণা ও সংরক্ষণ বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

তিনি বাংলাদেশের ৭০০ প্রজাতির পাখির প্রমিত বাংলা নামের তালিকা প্রস্তুত করার মাধ্যমে বাংলাদেশে পাখি গবেষণার ক্ষেত্রে রেখেছেন এক অনন্য অবদান। পাশাপাশি তিনি ‘বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ’-এর ২৬তম বিভাগে বাংলাদেশের ৬৫০ প্রজাতির পাখির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছেন। এ ছাড়া তিনি পাখি বষয়ক সুপাঠ্য নিবন্ধ লিখে চলেছেন যা বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে।

ইনাম আল হক বাংলাদেশ সরকারের ‘ওয়াইল্ডলাইফ অ্যাডভাইজরি বোর্ড’- এর সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি এই ট্রাস্টের সহসভাপতি।

ইনাম আল হক’কে নিয়ে ‘অন্তরে মম’-এর পর্বটি প্রচারিত হবে ৮ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াকুব আলী মিঠু এবং সহকারি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন রবিন।

সাতদিন/এমজেড

৮ এপ্রিল ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›