রাত ৯টা ২০মি, ৮ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন
সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান
রূপকথা'য় অভিনয়শিল্পী দিহান
প্রযোজনা: ফয়েজ রেজা
উপস্থাপনা: রহিমা সুলতানা রিতা
প্রাকৃতিক ও ভেষজ উপাদানে সৌন্দর্য চর্চার অনুষ্ঠান ডাবর আমলা রূপ কথা। এ অনুষ্ঠানে আলোচনা করা হয় রূপ, সৌন্দর্য বিষয়ক নানান টিপস নিয়ে। একজন সেলিব্রেটি থাকেন অনুষ্ঠানটিতে জানান তার রূপের রহস্য।
আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকেবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিহান। ছোট পর্দায় ইতোমধ্যে প্রচারিত হয়ে তাঁর অভিনয়ে ৫০০-এর বেশি একক নাটক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম। অভিনয়ের পাশাপাশি গান বাজনার চর্চাও করেন তিনি। ‘কলঙ্ক’ নামের একটি গানের দল গড়েছেন তিনি।
‘রূপকথা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। রহিমা সুলতানা রিতা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত ৯টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড