সকাল ৮ টা, ১৮ মে, মোহনা টেলিভিশন
মোহনার সকালের অতিথি মহাদেব ঘোষ
উপস্থাপনা: সায়মা আফরোজ
প্রযোজনা: এ.বাবুল
মোহনা টিভির নিয়মিত আয়োজন সঙ্গীতানুষ্ঠান আজমেরী জেমস হাউস‘মোহনার সকাল’। অনুষ্ঠানটি মোহনা টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দেশের প্রখ্যাত রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের শিল্পীদের।
অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ।
শিল্পী মহাদেব ঘোষ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) থেকে রবীন্দ্র সঙ্গীতের ওপর সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। তিনি ১৯৯০ সাল থেকে এ প্রতিষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত বিভাগে সিনিয়র শিক্ষক হিসেবে যুক্ত আছেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তিতে সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পদক্ষেপ বাংলাদেশ’ সম্মাননা পেয়েছেন। দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘রবিরশ্মি’ নামের একটি সংগঠন। শিল্পী মহাদেব ঘোষ বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে এ সংস্থার আজীবন সদস্য। তিনি বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। বেতার ও বিটিভির নিয়মিত সঙ্গীতশিল্পী মহাদেব ঘোষের ‘আমার হিয়ার মাঝে’, ‘আমার প্রাণের মানুষ’ নামে এ পর্যন্ত দুটি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম বের হয়েছে।