দুপুর ১২টা ২০মি, এনটিভি
ফুড ক্যারাভান এ শবনম পারভীন
পরিচালনা: আবু রায়হান জুয়েল
রন্ধনশিল্পী: আফিফা আক্তার লিটা
উপস্থাপনা: পিংকী ছেত্রী
ছোট এবং বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীন আসছেন এন টিভির রান্নার অনুষ্ঠান ফুড ক্যারাভান এ।
শবনম পারভীনের অভিনয় জীবন শুরু ১৯৮২ সাল থেকে। তিনি প্রথম অভিনয় করেন ১৯৮২ সালে আলাউদ্দিন আহমেদের প্রযোজনায় ‘দুটি গানের একটি সুর’ নাটকে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র কে এম আইয়ুব পরিচালিত ‘আগুন পানি’। এরপর শুকতারা’, ‘স্বপ্নের ভালোবাসা’, ‘শ্বশুরবাড়ি’সহ অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। ‘শবনম প্রোডাকশন্স’ থেকে তিনি প্রথম ছবি প্রযোজনা করেন এ জে রানা পরিচালিত ‘মৃত্যুদণ্ড’ ছবিটি। এরপর তিনি একে একে প্রযোজনা করেন ‘পাপী শত্রু’, ‘সত্যের সংগ্রাম’, ‘ভয়ঙ্কর নারী’, ‘দুর্ধর্ষ পামেলা’ ও ‘কুখ্যাত জরিনা’। ‘কুখ্যাত জরিনা’ ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন। শবনম পারভীন দীর্ঘদিন ধরে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাট্যাংশে নানীর চরিত্রে অভিনয় করছেন। শবনম পারভীন দীর্ঘদিন ধরে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাট্যাংশে নানীর চরিত্রে অভিনয় করছেন।
এনটিভিতে নিয়মিত প্রচারির হচ্ছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ফুড ক্যারাভান’। আবু রায়হান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিংকী ছেত্রী। অনুষ্ঠানে নিয়মিত রন্ধনশিল্পী হিসেবে থাকছেন আফিফা আক্তার লিটা। অনুষ্ঠানটিকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। ফ্যামিলি রেসিপি, সিদ্দিকা কবির’স রেসিপি ও রেস্টুরেন্ট রেসিপি। ফ্যমিলি রেসিপিতে থাকছে আঞ্চলিক, ঐতিহ্যবাহী ও নিত্য-নৈমিত্তিক বৈচিত্রময় বিভিন্ন রান্না। সিদ্দিকা কবীর’স রেসিপি পর্বটি সাজানো হয়েছে এনটিভিতে প্রচারিত জনপ্রিয় রান্নার অনুষ্ঠান সিদ্দিকা কবীর’স রেসিপির বিভিন্ন রান্না নিয়ে। তাঁর জনপ্রিয় রেসিপি তৈরি করে দেখাবেন জনপ্রিয় অভিনয় শিল্পী শবনম পারভীন। সর্বশেষ রেস্টুরেন্ট রেসিপি অংশে নির্ধারিত রেস্টুরেন্টের জনপ্রিয় একটি রেসিপি শেফের মাধ্যমে রেস্টুরেন্টের কিচেনেই তৈরি করে দেখানো হবে।