সন্ধ্যা ৬টা, ৮ এপ্রিল, একুশে টেলিভিশন
একুশের তারুণ্য সন্ধ্যা’য়
মডেল ও অভিনেত্রী প্রিয়া আমান
প্রযোজনা: আসদুজ্জামান আসাদ
মডেলিং-এর মাধ্যমে মিডিয়া জগতে আগমন প্রিয়া আমানের। ‘অদৃশ্য শত্রু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এর আগেই অবশ্য টিভি নাটকে নিয়মিত দেখা গেছে তাঁকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হল ‘যে কেউ না তার সাথে’, ‘সংসার সুখের হয় বেদনার গুণে’, ‘কামিনী’, ‘আড়ালে অন্তরালে’, ‘শার্লক হোমস’, ‘অতঃপর প্রেম, তারপর ভালোবাসা’।
প্রিয়া আমান আসছেন একুশে টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘একুশের তারুণ্য সন্ধ্যা’র অতিথি হয়ে। আসদুজ্জামান আসাদ-এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ৮ এপ্রিল সন্ধ্যা ৬টায়।
সাতদিন/এমজেড