বিকাল ৫টা ৩০ মি, ৯ এপ্রিল, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
কবি ও গবেষক সৌমিত্র দেব
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার আসর ‘বেলাশেষে’র অতিথি হয়ে আসছেন কবি, গবেষক ও সাংবাদিক সৌমিত্র দেব। তিনি অনলাইন সংবাদ পত্র রেডটাইমসবিডি ডট কম-এর প্রধান সম্পাদক এবং রেডটাইমসবিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে তিনি জানাচ্ছেন তাঁর কর্মময় জীবনের কথা, বর্তমান ব্যস্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা।
‘বেলাশেষে’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাট্যব্যক্তিত্ব কাজী চপল। এসএ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হয়। প্রতি পর্বে আমন্ত্রিত হয়ে আসেন বিভিন্ন ক্ষেত্রের সফল এক বা একাধিক বরেণ্য ব্যক্তি।
সাতদিন/এমজেড