রাত ১১টা, ৯ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন
তোমায় গান শোনাবো’র অতিথি
অনিন্দিতা চৌধুরী
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
ছায়ানট সংগীত বিদ্যায়তনে নজরুল সংগীত বিভাগে শিক্ষক অনিন্দিতা চৌধুরী আসছেন মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক বৈঠকী গানের আসর ‘তোময়া গান শোনাবো’র অতিথি হয়ে। নতুন প্রজন্মের গুণী শিল্পী হিসেবে তিনি ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি মূলত নজরুল সংগীত এবং রাগপ্রধান গানের শিল্পী। নজরুলের গানের পাশাপাশি তিনি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এবং পুরানো বাংলা গান পরিবেশন করে থাকেন। তিনি বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী পরিষদের আজীবন সদস্য। তিনি ২০০৪ সাল থেকে বাংলাদেশ বেতার এবং ২০০৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের তালিকভূক্ত শিল্পী।
অনিন্দিতা চৌধুরী’র জন্ম ১৯৮২ সালে। তিনি সংগীতে প্রাথমিক তালিম পেয়েছেন হিতাংশু তালুকদার এবং ভারতী চক্রবর্তী’র কাছ থেকে। পরবর্তীতে প্রয়াত সংগীত-গুরু পণ্ডিত রামকানাই দাশ-এর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন তিনি। এতিহ্যবাহী সংগীত বিদ্যায়তন ছয়ানটের নজরুল সংগীত বিভাগ হতে প্রথম বিভাগে প্রথম হিসেবে পাঁচ বছরের কোর্স সমাপ্ত করেন।
এ পর্যন্ত অনিন্দিতা চৌধুরী’র প্রকাশিত সিডিগুলো হল—‘ওগো চৈতী রাতের চাঁদ’, ‘বাজুক প্রাণে বাংলা গান (নজরুলগীতি)’, ‘বাজুক প্রাণে বাংলা গান (তিন কবির গান)’ এবং ‘জাগো ভৈরব’।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম। কৌশিক শংকর দাশ-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ১১টায়।
সাতদিন/এমজেড