দুপুর ১২টা ১০ মি, ৯ এপ্রিল, এটিএন বাংলা
ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’র অতিথি
আরেফিন শুভ, মম ও শিহাব শাহীন
উপস্থাপনা: হৃদয় নন্দিতা হৃদি
পরিচালনা: লায়লা বানু
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে গল্প গানের আসর ‘শুভমুক্তি’। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় চলতি সপ্তাহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নানাবিধ ঘটনাবলী। কিভাবে চলচ্চিত্রটি নির্মাণ হলো, কোথায় নির্মাণ হলো, কাহিনীর উল্লেখযোগ্য অংশ, নাচ-গান, শুটিংয়ের স্থান সহ নায়ক-নায়িকাদের সাক্ষাৎকার সহ বিবিধ বিষয় তুলে ধরা হবে অনুষ্ঠানে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে শিহাব শাহীন পরিচালিত ছায়াছবি ‘ছুঁয়ে দিলে মন’। এবারের শুভমুক্তি অনুষ্ঠানটি সাজানো হয়েছে এই সিনেমার নানান দিক নিয়ে। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হবেন চিত্রনায়ক আরেফিন শুভ, চিত্রনায়িকা মম এবং পরিচালক শিহাব শাহীন।
হৃদয় নন্দিতা হৃদির উপস্থাপনা এবং লায়লা বানুর পরিচালনায় সাপ্তাহিক এ অনুষ্ঠানটি ৯ এপ্রিল দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে এটিএন বাংলায়।
সাতদিন/এমজেড