রাত ১১টা, এটিএন বাংলা
হুমায়রা হিমু ও আবু হেনা রনি’র উপস্থাপনায়
ক্যানকা কমেডি আওয়ার
গ্রন্থনা ও পরিচালনা: সাঈদ তারেক
এটিএন বাংলায় নিয়মিত প্রচারিত হচ্ছে জনপ্রিয় ফান শো ‘ক্যানকা কমেডি আওয়ার’। অনুষ্ঠানটি প্রতি পর্বে প্রচারিত মজার কিছু নাট্যাংশ, সেই সাথে থাকে কৌতুক পরিবেশনা। হুমায়রা হিমু এবং মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ তারকা আবু হেনা রনির উপস্থাপনা প্রাণবন্ত এই অনুষ্ঠানে আরও থাকছে বিদেশী মজার সব ভিডিও ক্লিপস, হোম-মেইড ভিডিও ক্লিপস এবং নৃত্য পরিবেশনা।
সাঈদ তারেক-এর গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ১১টায়।
সাতদিন/এমজেড