সন্ধ্যা ৭ টা ৩০ মি, ৯ এপ্রিল, আর টিভি

আর রান্না'য় আসছেন

মডেল, অভিনেত্রী নাদীয়া নদী

উপস্থাপনা: রেবেকা সুলতানা দীপা
প্রযোজনা: শিবলী জিয়া

সেলিব্রেটিদের নিয়ে রান্নার অনুষ্ঠান 'আর রান্না'। অনষ্ঠানের প্রতি পর্বে একজন তারকা উপস্থিত থেকে রান্না করেন। অনুষ্ঠানে তিনি রান্না করে দেখান তার পছন্দের মজাদার একটি রেসিপি এবং একজন পুষ্টিবিদ কথা বলেন সেলিব্রেটির রান্না করা রেসিপি নিয়ে।

এবারের পর্বে উপস্থিত থাকছে মডেল ও অভিনেত্রী নাদীয়া নদী এবং তার সাথে থাকবেন এ্যাপোলো হসপিটালস ঢাকার প্রধান ডায়েটিশিয়ান তামান্না চৌধুরী এবং রন্ধনবিদ টনি খান।

টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা পান নাদীয়া নদী। মডেলিং এবং উপস্থাপনার এর পাশাপাশি নিয়মিতভাবে নাটকে অভিনয় করছেন। সম্প্রতি জনপ্রিয় শিল্পী হাবিবের নতুন গান ‘সাজাবো এই পৃথিবীর’ মিউজিক ভিডিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তিনি।

মডেল দীপার উপসাস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শিবলী জিয়া। আর রান্না প্রচারিত হয় আরটিভিতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে।

৯ এপ্রিল ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›