A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

আমারও গাইতে ইচ্ছে হলো আজকের শিল্পী অভি ও বিবেক | সাতদিন

আমারও গাইতে ইচ্ছে হলো

আজকের শিল্পী অভি ও বিবেক

উপস্থাপনা কুহু মান্নান
প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী

নবীন প্রতিভাবান সংগীতশিল্পী যাঁরা নিজেরাই গান লেখেন, সুর করেন এবং কণ্ঠ দেন, তাঁদের নিয়েই এ অনুষ্ঠান 'আমারও গাইতে ইচ্ছে হল'। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সঙ্গীত জগতের নতুনেরা নিজেদের তুলে ধরেন দর্শক শ্রোতাদের কাছে। অনুষ্ঠানে প্রতি পর্বে এক বা একাধিক শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। এ পর্বের নবীন শিল্পী পুলক। কুহু মান্নানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।

আমারও গাইতে ইচ্ছে হলো অনুষ্ঠানে এ পর্বে স্টুডিওতে আসছেন এ প্রজন্মের দুই শিল্পী অভি ও বিবেক।

সংগীতানুষ্ঠান আমারও গাইতে ইচ্ছে হলো' প্রচারিত হয় বৃহস্পতিবার রাত ৯টা ও শুক্রবার দুপুর ১ টায় এনটিভিতে ।

৯ এপ্রিল ২০১৫