রাত ৯টা ৫মি, ৯ এপ্রিল, বাংলাভিশন

বাংলা নববর্ষ উপলক্ষে

‘সৌন্দর্য কথা’য় সঙ্গীতশিল্পী অনিমা রায়

উপস্থাপনা নোভা
প্রযোজনা রেহেনা রাহা

বাংলা নববর্ষ উপলক্ষে রূপচর্চ্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’য় এবারের অতিথি সঙ্গীতশিল্পী অনিমা রায়। অনুষ্ঠানে তিনি উপস্থাপকের সাথে কথা বলেছেন বাংলা নববর্ষের সাজ নিয়ে। এছাড়া তাঁরা দর্শকদের নববর্ষের সাজ’সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন। অনুষ্ঠানে আরও থাকছে ফ্যাশন হাউজ, ফ্যাশন ও সৌন্দর্য ভাবনা নিয়ে নানা তথ্য।

নোভা’র উপস্থাপনায় রূপচর্চ্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।

৯ এপ্রিল ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›