সন্ধ্যা ৬টা ৩০মি, ৯ এপ্রিল, বাংলাভিশন
‘স্টার ওয়ার্ল্ড’ এ
সুজানা’র সাথে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে হৃদয় খান-এর ইন্টারভিউ
এবং স্পাই সিনেমায় অনন্ত, বর্ষার প্রথম লুক
তারকাদের জীবন যাপন, ঘটনা, দূর্ঘটনা আর রটনা নিয়ে অনুষ্ঠান ‘স্টার ওয়ার্ল্ড’ আজ প্রচার হবে বাংলাভিশনে। আজকের অনুষ্ঠানে বিশেষ পর্বে থাকছে, সুজানা’র সাথে বিবাহ বিচ্ছেদের পর ক্যামেরার সামনে হৃদয় খান-এর প্রথম ইন্টারভিউ। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তাঁদের বিবাহ বিচ্ছেদ, জীবনের নানান গল্প এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। স্পাই সিনেমার প্রথম লুক নিয়ে ক্যামেরার সামনে কথা বলেছেন অনন্ত ও বর্ষা।
দেশের পাশাপাশি বিশ্ব মিডিয়ার নানান আলোচিত ঘটনা, স্ক্যান্ডাল, চলচ্চিত্রের পেছনের বিশেষ খবরাখবরও থাকছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আরও থাকছে হলিউড, বলিউড ও ঢালিউডের বিভিন্ন গসিপ, সিনেমাসহ শ্যুটিং স্পটের নানান খবরাখবর।
সাবিলা নূর-এর উপস্থাপনায় ‘স্টার ওয়ার্ল্ড’ বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।