৯ থেকে ১৮ এপ্রিল, শিল্পকলা একাডেমি, ঢাকা
শুরু হচ্ছে এমআইবি গানমেলা
মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) ১০ দিনের এক গান মেলার আয়োজন করতে যাচ্ছে। অডিও শিল্পকে চাঙ্গা করার জন্যই এই আয়োজন। ৯ এপ্রিল বিকাল ৪টায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘এমআইবি গানমেলা’ নামের এই উৎসব। আবহমান বাংলার কৃষ্টি ও ঐতিহ্য তথা বাংলা সংস্কৃতির অন্যতম উপাদান বাংলা গান নিয়ে থাকছে এই উৎসবে ব্যাপক আয়োজন। এই উৎসব চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
প্রথমবারের মতো শুরু হতে যাওয়া এই মেলার ৫০টি স্টলে পাওয়া যাবে নবীন ও প্রবীণ শিল্পীদের গানের অ্যালবাম। প্রতিদিন বিকেলে মেলার উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা যাতে অডিও শিল্পের বর্তমান অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা এবং অডিও পাইরেসি রোধে করণীয় উপায় ও বিভিন্ন গানের ওপর আলোচনা সভায় সংগীত ব্যক্তিত্বরা বক্তব্য রাখবেন। এছাড়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন মঞ্চে শিল্পীদের মন-মাতানো পরিবেশনার পাশাপাশি থাকবে নতুন অ্যালবামের প্রকাশনা।
উল্লেখ্য, ১৯৮০ সালে বাংলাদেশে প্রথমবারের মতো অডিও ক্যাসেট সমিতি নামে যাত্রা শুরু হওয়া এমআইবি নতুন রূপ লাভ করে ২০০৯ সালে। তখন থেকে বাংলাদেশের সংগীতের পৃষ্ঠপোষকতা ও প্রসারে কাজ করছে এ সংগঠনটি।
সাতদিন/এমজেড