সন্ধ্যা ৭টা, ৯ এপ্রিল, জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা
আবৃত্তি অনুষ্ঠান
অন্তর হতে আহরি বচন
কণ্ঠস্বর-এর নিয়মিত ত্রৈমাসিক আবৃত্তি অনুষ্ঠান ‘অন্তর হতে আহরি বচন’। অনুষ্ঠানটি ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তর-এর সেমিনার কক্ষে ৯ এপ্রিল সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। অন্তর হতে আহরি বচন-এর এ র্পবটি সাজানো হয়েছে নবিন দু’জন কবি মাহমুদ জাহিদ ও ঋতুরাজ ফিরোজ এর কবিতার সমন্বয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন আবৃত্তি প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত। অনুষ্ঠানে আবৃত্ত পরিবেশন করবেন, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, স্রোত আবৃত্তি সংসদ, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, স্বরুপ সাংস্কৃতিক সংসদ, ত্রিলোক বাচিক পাঠশালা, কণ্ঠস্বর-এর সদস্যবৃন্দ।
সাতদিন/এমজেড