সন্ধ্যা ৭টা ৩০ মি, ৯ এপ্রিল, নাভীদ’স কমেডি ক্লাম, গুলশান, ঢাকা

নাভীদ মাহবুব ও মোশাররফ ইয়াফি’র কমেডি শো

ঢাকার গুলশানে অবস্থিত কাস্পিয়ান পারসিয়ান কুইজাইনের ৪র্থ তলায় নাভীদ’স কমেডি ক্লাবে প্রখ্যাত কমেডিয়ান নভীদ মাহবুব এবং মোশাররফ ইয়াফি’র অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি কমেডি শো। ৯ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের টিকেটের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা কাস্পিয়ানে পাওয়া যাবে।

উল্লেখ্য, নাভীদ মাহবুব ২০০৭ সালে আমেরিকার অরিজিনাল লাস ভেগাস কমেডি ফেস্টিভালে শ্রেষ্ঠ পুরুষ কমেডিয়ান খেতাব অর্জন করেন। তিনি বাংলাদেশ ছাড়াও আমেরিকা, যুক্তরাজ্য, স্পেন, ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায়কমেডি শো করেছেন। এনটিভি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্যা নাভীদ মাহবুব শো’ এর উপস্থাপক নাভীদ বাংলাদেশের সর্বপ্রথম কমেডি ক্লাব “নাভীদ’স কমেডি ক্লাব”-এর প্রতিষ্ঠাতা । তিনি বাংলাদেশের প্রায় সকল টেলিভিশন ও রেডিও চ্যানেলে কমেডি শো ও উপস্থাপনা করেছেন।

অপরদিকে মোশাররফ খান ইয়াফি একজন প্রতিভাবান কমেডিয়ান যিনি বিখ্যাত ভারতীয় টিভি প্রোগ্রাম ‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ’-এর সেমিফাইনালিস্ট। তিনি বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিওতে কাজ করছেন।
সাতদিন/এমজেড

৯ এপ্রিল ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >