বিকাল ৫টা ৩০ মি, ১০ এপ্রিল, এসএটিভি

বেলাশেষে’র অতিথি

জাকিয়া বারী মম ও শিহাব শাহীন

প্রযোজনা: কাজী চপল
উপস্থাপনা: এলিনা শাম্মী

১০ এপ্রিল মুক্তি পাবে শিহাব শাহীন পরিচালিত ছায়াছবি ‘ছুঁয়ে দিলে মন’। এই চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম। চলচ্চিত্রটির মুক্তিকে সামনে রেখে এসএ টেলিভিশনের সান্ধ্যাকালিন আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’-তে আমন্ত্রণ জানানো হয়েছে পরিচালক শিহাব সুমন ও অভিনয় শিল্পী জাকিয়া বারী মম’কে। অনুষ্ঠানে অতিথিরা তাঁদের নতুন চলচ্চিত্রটি সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করেছেন এবং জানিয়েছেন তাঁদের অভিজ্ঞতার কথা।

কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হয়। অনুষ্ঠানের এবারের পর্বটি সঞ্চালনা করেছেন এলিনা শাম্মী।

সাতদিন/এমজেড

১০ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›