রাত ৯টা, ১১ এপ্রিল, এনটিভি

একক নাটক: পাহাড়ের ছায়া পাতাদের গান

রচনা: প্রসূন রহমান
পরিচালনা: আবু রায়হান জুয়েল
অভিনয়: জিতু আহসান, সুমাইয়া শিমু, শশী, ইমরান

আদিবাসী জনপদ ও তাদের সংস্কৃতি নিয়ে একটি প্রতিষ্ঠানের হয়ে গবেষনার কাজ করছে দীপা। প্রায়ই নগরীর কর্মস্থল ছেড়ে পাহাড়ি জনপদে যেতে হয় তাকে। একবার সেখান থেকে ফেরার পথে আবাসিক এক বাঙলোতে ভুল করে তার ল্যাপটপটি রেখে আসে। একই ন্থানে শহর থেকে রেড়াতে যায় অন্য কয়েকজন। আশফাক আহমেদ অপু তাদের দলপতি। অপু এবং তার সঙ্গীরা যখন বিকেলে বেড়াতে বের হয়, দীপা তখন বাঙলোতে আসে। ল্যাপটপ ফিওে পেতে অপেক্ষা করে অপুর ফিরে আসবার। অপু যখন ফেরে তখন মধ্যরাত। পাহাড়ি পূর্ণিমার অভিনব সে রাতে অপু অপ্রত্যাশিতভাবে মুখোমুখি হয় রহস্যময় এক নারীর। বিশ্বাস-অবিশ্বাসের মাঝামাঝি দাঁড়িয়ে দু’জন।

এনটিভিতে রাত রাত ৯টায় প্রচার হবে নাটক ‘পাহাড়ের ছায়া পাতাদের গান’। প্রসূন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয়ে-জিতু আহসান, সুমাইয়া শিমু, শশী, ইমরান, প্রমুখ।

১১ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›