রাত ১১টা ২০ মি, ১০ এপ্রিল, মোহনা টিভি
বিনোদুনিয়া'র অতিথি
সকালের খবর এর বিনোদন সাংবাদিক এমদাদুল হক মিল্টন
উপস্থাপনা নুসরাত জাহান
প্রযোজনা সৌমিত্র ঘোষ ইমন
'বিনোদুনিয়া' সাজানো হয়েছে প্রতি সপ্তাহের ঢালিউড টর্পচাট, বলিউড টর্পচাট, হলিউড টর্পচাট ইত্যাদি নিয়ে। এ অনুষ্ঠানে সপ্তাহের সেরা ছবি, সেরা গান, সেরা মিউজিক ভিডিও ইত্যাদি দর্শকদের জানিয়ে দেওয়া হয় । এ ছাড়া আর থাকে সপ্তাহের নতুন মিউজিক ভিডিও এর খবর। অনুষ্ঠানে একজন বিনোদন সাংবাদিককে আমন্ত্রন জানানো হয়। তার সাথে এ সপ্তাহের আলোচিত শোবিজের খবর নিয়ে আলাপচারিতা হয়। এ পর্বে অতিথি সকালের খবর এর বিনোদন সাংবাদিক এমদাদুল হক মিল্টন।
সৌমিত্র ঘোষ ইমনের প্রযোজনায় এবং নুসরাত জাহান এর উপস্থাপনায় মোহনা টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে।