সকাল ১১টা, ১০ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
ফর্টি মিনিটস উইথ এডিটর-এ
নবনিতা দেবসেন
উপস্থাপনা: মনজুরুল আহসান বুলবুল
প্রযোজনা: রিয়াদ মাহমুদ
নির্বাহী প্রযোজক: শিহাব সুমন
বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠান ‘ফর্টি মিনিটস অফ এডিটর’-এর এবারের পর্বে অতিথি হিসেবে দেখা যাবে প্রখ্যাত ভারতীয়-বাঙালি কবি ও কথাসাহিত্যিক নবনিতা দেবসেন’কে। উল্লেখ্য তিনি অমর্ত্য সেন-এর স্ত্রী। মূলত কবি হলেও তিনি সাবলীল বাংলা গদ্যের জন্য তিনি পাঠকপ্রিয়তা পেয়েছেন। পদ্মশ্রী, সাহিত্য আকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার’সহ বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।
‘ফর্টি মিনিটস অফ এডিটর’ অনুষ্ঠানটিতে নবনিতা দেবসেন-এর মুখোমুখি হবেন বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানটি প্রযোজনা করেন রিয়াদ মাহমুদ এবং নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন শিহাব সুমন।
সাতদিন/এমজেড