রাত ৮টা, ১১ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
মিউজিক ট্রেন এ আসছেন কাজী শুভ
উপস্থাপনা: সানিয়া সুলতানা লিজা
প্রযোজনা: এস আর রুমেল
গান নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’। প্রতিটি পর্বে এ প্রজন্মের একজন করে সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন। মিউজিক ট্রেন এ আজকের অতিথি কাজী শুভ।
'সোনা বউ' এবং 'মন পাজর' গান দুটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করে কাজী শুভ। আধুনিক গানের পাশাপাশি ফোক ধাঁচের গান করেন তিনি। ২০০৭ থেকে গাওয়া শুরু করেন ‘দূরবীন’ ব্যান্ডের সাথে। ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীত পরিচালনায় ‘লালটিপ’ নামের চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। শুভর প্রথম একক 'সাদামাটা' বের হয় ২০০৯ সালে। এরপর সাদামাটা ১ ও সাদামাটা ২ নামে তার আরও দুটি এ্যালবাম প্রকাশ হয়।
আজকের অনুষ্ঠানে কাজী শুভর সাথে আড্ডা দেয়ার ফাঁকে ফাঁকে দর্শকদের পছন্দের মিউজিক ভিডিও দেখানো হবে। এস আর রুমেলের প্রযোজনায় লিজার উপস্থাপনায় মিউজিক ট্রেন প্রচারিত হবে শনিবার রাত ৮ টায় বৈশাখী টেলিভিশনে