সন্ধ্যা ৭টা ৩০মি, ১১ এপ্রিল, এটিএন বাংলা
চৈতি হাওয়ায় সাঙ্গুপাড়ে হায়দার হোসেন
প্রযোজনা মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ
বাংলাদেশের প্রকৃতিক নৈসর্গিক জেলা বান্দরবানের সাঙ্গুপাড়ে গানের সুরে শ্রোতাদের মন মাতাতেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন। শিল্পী হায়দার হোসেন ছাড়াও এ আয়োজনে আরও থাকবেন আঁখি আলমগীর, রাজিব সহ অন্যান্য শিল্পীবৃন্দ। আগামী ১১ই এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিওন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আকর্ষনীয় সাংস্কৃতিক আয়োজন ‘পপুলার লাইফ ইন্সুরেন্স চৈতি হাওয়ায় সাঙ্গুপাড়ে’। এটিএন বাংলা অনুষ্ঠানটি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণ থেকে বিশেষ এই সাংস্কৃতিক আয়োজন সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন নৃ গোষ্ঠির শিল্পীবৃন্দ নৃত্যের ঝংকারে উপস্থিত দর্শকদের মন মাতাবেন।
মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের যৌথ প্রযোজনায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ১১ই এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদের পর থেকে।