রাত ৯টা ৫০ মি, ১১ এপ্রিল, চ্যানেল আই
হৃদয়ে মাটি ও মানুষে
যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবস্থার সম্প্রতিচিত্র
উপস্থাপনা ও পরিচালনা: শাইখ সিরাজ
যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার সানসেট ভ্যালির মুরপার্কে অবস্থিত আন্ডারউড ফ্যামিলি ফার্মস। নতুন প্রজন্মকে সেখানে কৃষি সম্পর্কে দেয়া হচ্ছে ধারণা। যেখানে তারা জানছে কৃষির আদ্যোপান্ত। কৃষি পর্যটনের এই অনন্য ক্ষেত্র সম্প্রতি সরেজমিন দেখে এসেছেন শাইখ সিরাজ। এর বিস্তারিত নিয়ে নির্মিত পর্বটি চ্যানেল আইতে প্রচার হবে ১১ এপ্রিল রাত ৯টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ।