১২ থেকে ১৪ এপ্রিল, রাজশাহী

বাংলাদেশ গ্রাম থিয়েটার ১২তম বাংলা লোকনাট্য উৎসব

বাংলাদেশ গ্রাম থিয়েটারের উদ্যোগে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী মাঠে আয়োজিত হচ্ছে ১২তম বাংলা লোকনাট্য উৎসব। ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে তিন দিনের এই উৎসব। উৎসবের প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু হবে নানা আয়োজন। ১ম দিনে থাকছে উদ্বোধনী পর্ব, সেলিম আল দীন লোকনাট্য সম্মাননা স্মারক প্রদান, লাঠি খেলা, শোভাযাত্রা, নৃত্য, লোকপালা গম্ভীরা, লালনের গান। ২য় দিনের আয়োজনে রয়েছে লোকনৃত্য, লোকপালা ধামের গান, রাখাল বন্ধু ঝুমুর যাত্রাপালা। উৎসবের শেষ দিন পহেলা বৈশাখ থাকছে লাঠিখেলা, বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা, দেহতত্ত্বের গান, লোকনৃত্য, লোকপালা আলকাপ, লোকপালা কবিগান পরিবেশনা।

এই উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া অতিথি হিসবে থাকছেন শাহরিয়ার আলম (এম.পি, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়), অধ্যাপক হাসান আজিজুল হক (প্রধান উপদেষ্টা বাংলাদেশ গ্রাম থিয়েটার), ইসরাফিল আলম (সংসদ সদস্য), হুমায়ূন কবীর হিমু (সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার), ঝুনা চৌধুরী (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), তৌফিক হাসান ময়না (যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার), ড. লুৎফর রহমান (শিল্পতাত্ত্বিক)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কাজী সাইদ হোসেন দুলাল। উদ্বোধক হিসেবে থাকছেন আব্দুল ওয়াদুদ দারা (সভাপতি খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি ও সংসদ সদস্য)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাসির উদ্দীন ইউসুফ (সভাপতি বাংলাদেশ গ্রাম থিয়েটার)।

সাতদিন/এমজেড

১২ এপ্রিল ২০১৫

প্রদর্শনী

 >  Last ›