রোমান্টিক প্রেমের গল্প নিয়ে
ছুঁয়ে দিলে মন
পরিচালনা: শিহাব শাহীন
অভিনেতা: আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর
এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে রোমান্টিক ঘরানার চলচ্চনিত্র ‘ছুঁয়ে দিলে মন’। চলচ্চিত্রে দেখা যায় এক জোড়া কিশোর-কিশোরীর মধ্যে গড়ে উঠে নিবিড় বন্ধুত্ব। কিন্তু একটি দুর্ঘটনার কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। অনেক দিন পর ছেলেটি ফিরে এসে মেয়েটিকে খুঁজে বের করে। তাদের সম্পর্কে যোগ হয় অন্য এক আবেগ।
শিহাব শাহিনের পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর, ইরেশ যাকের’সহ আরও অনেকে।
প্রদর্শনীর সূচি:
ব্লকবাস্টার- দুপুর ১২:৩০, বিকাল ৩:৪০ ও সন্ধ্যা ৭:২০
যোগাযোগ:
ব্লকবাস্টার:
ফোন নাম্বার: ৮৪১৩৭৬৮, ৮৪১৩৭৬৬, ০১৯১৩৩৯৯০১৫, ০১৯১৩৩৯৮০৫১, ০১৯১৩৩৯৮৯০৫
ই-মেইল: customercare@blockbusterbd.com
সাতদিন/এমজেড