রাত ৮টা ৪০ মি, ১২ এপ্রিল, এসএটিভি

আমার ব্যালকনি’তে

ফাহমিদা নবী ও তাঁর কন্যা আনমল

উপস্থাপনা: শামীমা আখতার বেবী
প্রযোজনা: আশরাফ উজ জামান

১৯৭৯ সালে গায়িকা জীবন শুরু করে তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন ফাহমিদা নবী। ঐতিহ্যবাহী সংগীত পরিবারে জন্ম গ্রহণ করা এই শিল্পী ও তাঁর কন্যা আনমলকে দেখা যাবে দেশের আলোচিত তারকা ব্যক্তিত্বদের নিয়ে শো ‘আমার বেলকনি’তে। অনুষ্ঠানে আলাপচারিতায় দর্শকদের কাছে তুলে ধরেন অতিথির শৈশব, কৈশর,তারুণ্য বয়সের স্মৃতিময় ঘটনা, বর্তমান ব্যস্ততা, সংসার কিংবা জীবন দর্শন, মূল্যবোধ, পরিবার টানাপোড়েনের গল্প।

ফাহমিদা মূলত আধুনিক বাংলা গান গেয়ে থাকেন। এছাড়া রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলসঙ্গীতও গেয়ে থাকেন। ২০১১ সালে তিনি ড. সেলিম আল দীন-এর লেখা ১০টি গান নিয়ে অ্যালবাম করেন ‘আকাশ ও সমুদ্র অপার’। বাপ্পা মজুমদারের সাথে যৌথভাবে তিনি ২০০৬ সালে বের করেন অ্যালবাম ‘এক মুঠো গান-১’। ২০১০ সালের ভালবাসা দিবসে বের হয় তাঁদের দ্বিতীয় অ্যালবাম ‘এক মুঠো গান-২’।

বাংলা চলচ্চিত্র ‘আহা!’তে লুকোচুরি লুকোচুরি গল্প গানটি গাওয়ার ফলে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান। এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরষ্কার (২০০৯) লাভ করেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের আলোচিত টিভি উপস্থাপিকা শামীমা আখতার বেবী। আশরাফ উজ জামানের প্রযোজনায় এসএটিভিতে অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হয় প্রতি রবিবার রাত রাত ৮টা ৪০ মিনিটে।

সাতদিন/এমজেড

১২ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›