রাত ১১টা, ১২ এপ্রিল, এসএটিভি
ইনসাইড টিউনে ব্যান্ড ঘুড্ডি
অতিথি: কাজী শুভ, এস কে প্রকাশ ও মহিদুল হাসান
উপস্থাপনা: সানিয়া সুলতানা লিজা
প্রযোজনা: বিপুল সরকার
এসএ টেলিভিশনের সংগীত বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘ইনসাইড টিউন’-এ থাকছে ২০০৭ সলে প্রতিষ্ঠিত ব্যান্ড ঘুড্ডি। ব্যান্ডটি ২০১৫ সালের মার্চ মাসে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। মূলত রক ও মেলো রক ঘরানার এই ব্যান্ডটি সুমন ও ফয়সাল দুই ঘনিষ্ঠ বন্ধু শুরু করেন। পরে এতে যোগ দেন, মামুন, রেজা, রাতুল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের আড্ডায় থাকছেন সংগীতশিল্পী কাজী শুভ, সংগীতশিল্পী এস কে প্রকাশ ও সংগীত পরিচালক মহিদুল হাসান।
এই অনুষ্ঠানটিকে ২টি সেগমেন্ট ভাগ করা হয়েছে। ১ম সেগমেন্ট- জনপ্রিয় যে কোন নতুন/পুরাতন একটি ব্যান্ড এর প্রোফাইল তুলে ধরা হয়। আউটডোর শুটিং এর মাধ্যমে ঐ ব্যান্ডের প্র্যাকটিস প্যাডের রেকর্ডিং দেখানো হয়। এরপর যেকোন একটি ইন্টারন্যাশনাল এভারগ্রীন সং ঐ ব্যান্ডের সদস্যরা দর্শকদের জন্য গেয়ে উৎসর্গ করেন।
২য় সেগমেন্ট-এক বা একাধিক জনপ্রিয় সঙ্গীতশিল্পী’র সাথে আড্ডা দেওয়া হয়ে থাকে। অনুষ্ঠানের শেষের দিকে সাম্প্রতিকভাবে বাংলাদেশের তৈরি মিউজিক ভিডিও দেখানো হয়। বিপুল সরকার এর প্রযোজনায় এটি একটি মিউজিক্যাল আড্ডার এই অনুষ্ঠানটি এসএ টিভিতে প্রচারিত হয় প্রতি রবিবার রাত ১১টায়।
সাতদিন/এমজেড