রাত ৯টা, ১৪এপ্রিল, এনটিভি
বিশেষ নাটক: স্বপ্নীল
রচনা ও পরিচালনাঃ আবু হায়াত মাহমুদ
অভিনয়ঃ আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, পাভেল ইসলাম,
অমিত একজন আপকামিং রকস্টার। শুধু রক গান না, বিভিন্ন ধরনের গানের স্পেশালিষ্ট বন্ধুদের নিয়ে তৈরি করে ব্যান্ড ফর অল নামের একটি দল। যে দলের গান গাইতে কোন প্ল্যাটফর্ম লাগেনা। হাটে মাঠে ঘাটে যে কোন জায়গায় যে কোন সময় তারা পারফর্ম করে। কিন্তু তারা খুব অগোছালো। ঘটনাক্রমে হঠাৎ করেই নন্দিতা নামে একজন তাদের সাথে যুক্ত হয়। ধীরে ধীরে অমিত-নন্দিতার মধ্যে একটা ভাল সম্পর্ক তৈরি হয়ে যায়। টিমে জয়েন করার পর থেকে নন্দিতা পুরো টিমকে পাল্টে দেয়, আর্থিকভাবেও চাঙ্গা করে তোলে। একদিন অমিত নন্দিতাকে বিয়ের সিদ্বান্ত নেয়। পুরো টিম যখন উজ্জীবিত, জনপ্রিয়তার তুঙ্গে, অমিত-লাবন্যর বিয়েও প্রায় ঘনিয়ে আসে। তখন একটি দু:সংবাদ সবকিছু এলোমেলো করে দেয়।’এভাবে মোড় নেয় নাটকের কাহিনী।
আবু হায়াত মাহমুদের রচনা ও পরিচালনায় ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এনটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ এ নাটক ‘স্বপ্নীল’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, পাভেল ইসলাম, খায়রুল আলম টিপু, সুজাত শিমুল, মাইনুল তাওহিদ, নোভেল প্রমূখ।
সাতদিন/এইচআর