সন্ধ্যা ৬টা ২০ মি, ১৩ এপ্রিল, এসএটিভি
ফ্যাশন জগতের তারকাদের নিয়ে
বিশেষ অনুষ্ঠান: বৈশাখের আগে ও পরে
প্রযোজনা: খন্দকার শাহাদাত হোসেন
আসন্ন পহেলা বৈশাখকে সামনে রেখে এসএ টেলিভিশন বিসৈষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই আয়োজনের অংশ হিসেবে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখের আগে ও পরে’। এতে অংশগ্রহণ করেছেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, বিউটি এক্সপার্ট শারমীন শিলা, মডেল সেরা জামান, শান্তা, টনি। এ অনুষ্ঠানে উপস্থাপন করা হবে বৈশাখের নানা সাজ, পোশাক, ভিন্ন স্বাদের বাঙালীর খাবার।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বেনজীর। খন্দকার শাহাদাত হোসেন এর প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখের আগে ও পরে’ এসএটিভিতে প্রচারিত হবে ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড