রাত ৮টা, ১৩ এপ্রিল, এসএটিভি
বৈশাখী আড্ডা: পান পাতার কুটুম
অতিথি: আর জে অপু, শ্রেয়া সর্বজয়া, আর জে ফারহানা, আর জে মুকুল
উপস্থাপনা: আর জে ফুয়াদ ও সঙ্গীতশিল্পী লিজা
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
পহেলা বৈশাখ উপলক্ষে এসএ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে পহেলা বৈশাখের বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘পান পাতার কুটুম’। এতে অংশগ্রহণ করেছেন সঙ্গীতশিল্পী আর জে অপু, শ্রেয়া সর্বজয়া, আর জে ফারহানা, আর জে মুকুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেবন আর জে ফুয়াদ ও সঙ্গীতশিল্পী লিজা।
কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় অনুষ্ঠানটি এসএ টিভিতে প্রচারিত হবে ১৩ এপ্রিল রাত ৮টায়।
সাতদিন/এমজেড