রাত ১১টা, ১৩ এপ্রিল, জিটিভি
আবারো শুনতে ইচ্ছে করে
উপস্থাপনা মোহাম্মদ রফিকউজ্জামান
প্রযোজনা নজরুল ইসলাম খান
বৈঠকি আঙ্গিকের অনুষ্ঠান 'আবারো শুনতে ইচ্ছে করে'। বাংলা সঙ্গীতের রয়েছে বিশাল ভাণ্ডার ও ঐতিহ্য। এর মধ্যে কিছু গান শ্রোতাদের মনে গেঁথে থাকে দীর্ঘদিন সেই সব গান নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। প্রতি পর্বে জনপ্রিয় শিল্পীরা এসব গানগুলো পরিবেশন করেন। এবারের পর্বে গান গাইতে আসছেন সুবীর নন্দী এবং চ্যানেল আই’য়ের সেরা শিল্পী কৃষ্ণা তিথি খান। গানের পাশাপাশি তিথি উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে প্রকাশিত হয়েছে তিথির একক অডিও এ্যালবাম 'কল্পতিথি'।
দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শিল্পী সুবীর নন্দী আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। ১৯৭২ সালে রেডিওতে রেকর্ডিং-এর মাধ্যমে তিনি গানের জগতে পদার্পণ করেন। বেতার এবং টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্র অসংখ্য গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এ পর্যন্ত চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সুবীর নন্দীর জন্ম এক সম্ভ্রান্ত পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ওস্তাদ বাবর আলী খানের কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। ১৯৭০ সালে তাঁর কন্ঠের প্রথম গান রেকর্ড করা হয়। এই গানটি ছিল ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’।