রাত ১১ টা ২৫ মি, ১৩ এপ্রিল, আর টিভি
সরাসরি সঙ্গীতানুষ্ঠান
চৈত্র শেষে চিরকুট
উপস্থাপনা শ্রাবণ্য
প্রযোজনা সোহেল রানা বিদ্যুত
চৈত্র সংক্রান্তি উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ সঙ্গীতা অনুষ্ঠান চৈত্র শেষে চিরকুট। সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে চিরকুট তাদের জনপ্রিয় গানের পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও শোনাবেন।
চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমী বলেন, ‘ বাঙালি বরাবর উৎসব প্রিয়। আর পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তি । উৎসবের আমেজ শুরু। এ দিনই রাতে আরটিভিতে গাইতে আসছি। শ্রোতাদের পছন্দের পাশাপাশি চিরকুটের শ্রোতাপ্রিয় গানও গাইবো আমরা। আশা করি অনুষ্ঠানটি শ্রোতারা উপভোগ করবেন।’
সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য। চৈত্র শেষে চিরকুট প্রচার হবে আরটিভিতে ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি সোমবার রাত ১১ টা ২৫ মিনিটে।