রাত ৯টা ২০ মি, ১৩ এপ্রিল, যমুনা টেলিভিশন
চলতে চলতে’র অতিথি
রেজওয়ানা চৌধুরী বন্যা
প্রযোজনা: ফয়সাল আহমেদ
উপস্থাপনা: মাহফুজুর রহমান মিশু
বাংলাদেশের প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আসছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘চলতে চলতে’র অতিথি হয়ে। সংগীত পরিবেশনার পাশাপাশি তিনি কাজ করে যাচ্ছেন সংগীতের প্রসারের জন্য। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ১৯৯২ সালে তিনি গড়ে তোলেন সংগীত শিক্ষার প্রতিষ্ঠান সুরের ধারা যা বর্তমানে বাংলাদেশের প্রথম সারির সংগীত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। ‘চলতে চলতে’ অনুষ্ঠানে তিনি উপস্থাপক মাহফুজুর রহমান মিশু’র সাথে আলাপচারিতায় তুলে ধরবেন তাঁর অতিতের নানা স্মৃতিময় ঘটনা। পাশাপাশি জানাবেন বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
রেজওয়ানা চৌধুরী বন্যা রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন। চাচা আবদুল আলীর কাছে তাঁর সঙ্গীতে হাতেখড়ি হয়। পরবর্তীতে তিনি ছায়ানট এবং বুলবুল ললিতকলা একাডেমিতে সনজিদা খাতুন এবং আতিকুল ইসলামের কাছে গান শিখেন। তিনি আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতে যান এবং শান্তিনিকেতনে ভর্তি হন। সেখানে তিনি কিংবদন্তী শিল্পী কনিকা বন্দোপাধ্যায়, নীলিমা সেন, সুদিস বন্দোপাধ্যায়, অশেষ বন্দোপাধ্যায়, শান্তিদেব ঘোষসহ আরও অনেক গুনী শিল্পীর কাছে তালিম নেন।
বরেণ্য ও সফল ব্যক্তিদের নিয়ে ‘চলতে চলতে’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়সাল আহমেদ। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টা ২০ মিনিটে যমুনা টেলিভিশনে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড