রহিমা সুলতানা রিতা45

সন্ধ্যা ৬টা, ১৩ এপ্রিল, একুশে টেলিভিশন

একুশের সৃজনশীল সন্ধ্যায়
পুষ্টি ও সৌন্দর্য বিশেষজ্ঞ রহিমা সুলতানা রিতা

প্রযোজনা: শাওন রায় চৌধুরী

আয়ুর্বেদ, রান্না ও পুষ্টি এবং সৌন্দর্য চর্চা বিষয়ে বিশেষজ্ঞ রহিমা সুলতানা রিতা বর্তমান সময়ে মিডিয়া জগতের পরিচিত এক মুখ। মানুষকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও সুন্দরভেব বাঁচতে সাহায্য করাই তাঁর উদ্দেশ্য। বর্তমানে তিনি টেলিভিশনে দুটি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন। তাঁর সঞ্চালনায় প্রচারিত আরটিভিতে প্রচারিত হয় ‘ব্রাইডাল সিজন’ এবং মাছরাঙা টেলিভিশনের প্রচারিত হয় ‘রূপকথা’।

রহিমা সুলতানা রিতা লাইফস্টাইল বিষয়ক সেবা প্রদানের লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানও খুলেছেন। শারীরিক ও মানসিক স্বাস্থ বিষয়ক সেবা প্রদনের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন হার্মনি স্পা। তাঁর প্রতিষ্ঠিত বিউটি সেলুন-এ দেওয়া হয় মেকআপ ও রূপচর্চা বিষয়ক সেবা। এ ছাড়া লাইফ স্টাইল বিষয়ক বিভিন্ন কাজে প্রশিক্ষণের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন এপিক ইনস্টিটিউট।

সাতদিন/এমজেড

১৩ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›