বিকাল ৩টা,১৪ এপ্রিল, মোহনা টেলিভিশন
বনানীর রাজউক মাঠ থেকে লাইভ কনসার্ট
'ইফাদ বৈশাখী উৎসব ১৪২২'
শিল্পী: মাইলস্, অর্থহীন, ওয়ারফেজ, কোনাল, শফি মন্ডল, বুশরা
বাঙালি ঐতিহ্যের প্রধান ধারক ও বাহক বাংলা নববর্ষ। হাজার বছরের ঐতিহ্য অনুসরণ করে বাঙ্গালী জাতি পালন করে আসছে এই দিনটিকে। প্রতি বছরের ন্যায় এ বছরটিতেও মোহনা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। ১৪ এপ্রিল প্রচার করবে লাইভ বৈশাখী কনসার্ট 'ইফাদ বৈশাখী উৎসব ১৪২২'।
বনানীর রাজউক মাঠ থেকে পহেল বৈশাখের সরাসরি কনসার্টটি শুরু হবে বিকাল ৩টা থেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মাইলস্, অর্থহীন, ওয়ারফেজ, কোনাল, শফি মন্ডল, বুশরা প্রমুখ। ইফাদ বৈশাখী উৎসব ১৪২২' আয়োজনে রয়েছে ওরেঞ্জ ও কানেক্টিং এজ, পাওয়ার বাই- আশিয়ান গ্রুপ।