প্রিয়জনের গানে খায়রুল আনাম শাকিল দুপুর ১টা, ১৪এপ্রিল, এনটিভি

পঞ্চকবির গানের অনুষ্ঠান
হৃদয়বীণায় যে সুর বাজে

অংশগ্রহণেঃ শিল্পী খায়রুল আনাম শাকিল ও রোকাইয়া হাসিনা নীলি
প্রযোজনাঃ মোহাম্মদ মুজাক্কের
উপস্থাপনাঃ তুহিন

পঞ্চকবির গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘হৃদয়বীণায় যে সুর বাজে’, অনুষ্ঠানে পঞ্চকবির গান পরিবেশন করবেন শিল্পী খায়রুল আনাম শাকিল ও রোকাইয়া হাসিনা নীলি। মোহাম্মদ মুজাক্কেরের প্রযোজনায় অনুষ্ঠানটি ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এনটিভিতে দুপুর ১টায় প্রচারিত হবে।

সাতদিন/এইচআর

১৪ এপ্রিল ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >