রাত ১১টা ২০ মি, ১৪ এপ্রিল, মোহনা টেলিভিশন
বৈশাখে মালবিকা দাশের গান
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী মালবিকা দাশ। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে গান পরিবেশন করবেন মোহনা টেলিভিশনে।
উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী মালবিকা দাশ। চার বয়সে গানে হাতেখড়ি আর্য্য বিদ্যাপীঠের নির্মল চৌধুরীর কাছে। তারপর রেডিও পাকিস্থানের মিউজিক ডিরেক্টর মোহন লাল দাশের কাছে রাগ সঙ্গীতে তালিম নেন ১৯৭০ পর্যন্ত। ওস্তাদ নিরদবরন বড়ুয়ার কাছে দীর্ঘ দিন তালিম নিয়েছেন তিনি। খণ্ডকালীন তালিম নিয়েছেন বারীণ মজুমদার, মোহন সিং এর মত গুরু কাছে। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি নজরুল সঙ্গীত করেন এই শিল্পী।