মেহমান12

রাত ৯টা ৫ মি, ১৪ এপ্রিল, বাংলাভিশন

বিশেষ নাটক ‘মেহমান’

রচনা ও পরিচালনা সাগর জাহান
অভিনয়: মোশাররফ করিম, জেনি, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ হারুণ, শাহনেওয়াজ রিপন, রতন

সাবের উদ্দিন বি.এ. ফেল করা ছেলে। তিনি গ্রামেই থাকেন, এখনো বেকার। একদিন মাছ ধরতে গিয়ে তিনি পানিতে একটি লাশ দেখতে পান। তিনি পুলিশে খবর দেন। পুলিশ সব পরীক্ষা করে সাবের উদ্দিনকে জানান, আমাদের সব পরীক্ষা করা শেষ। আমরা এই লাশটিকে রেওয়ারিশ হিসেবে দাফন করবো। আপনি চাইলে এই লাশটিকে দাফন করতে পারেন। সাবের উদ্দিন সেই লাশটিকে দাফন করেন। তারপর নিয়মিত তিনি কবর জিয়ারত করতে থাকেন। সাবের উদ্দিন পত্রিকাতে লাশের একটি ছবি দেন। পরিবারের কেউ যদি দেখেন, এই মনে করে। দুই বছর পর একটি মেয়ে আসেন। তিনি জানান, সেই মানুষটি তার বাবা। তিনি লাশটিকে তুলে তাঁর নিজ বাড়িতে নিয়ে যেতে চান। কিন্তু সাবের উদ্দিন লাশটিকে নিতে দেয় না।

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘মেহমান’। সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, জেনি, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ হারুণ, শাহনেওয়াজ রিপন, রতন প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে পয়লা বৈশাখ, ১৪ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে।

১৪ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›