রাত ১১টা, ১৪ এপ্রিল, এসএটিভি
কুদ্দুস বয়াতী ও তাঁর দলেরর অংশগ্রহণে
পালাগীতি ‘রঙিন কমলা সুন্দরী’
পহেলা বৈশাখ উপলক্ষে এসএ টেলিভিশনের বিশেষ আয়োজনের অংশ হিসেবে প্রচারিত হবে পালাগীতি ‘রঙিন কমলা সুন্দরী’। এতে অংশ নিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতী ও তাঁর দল। উল্লেখ্য, কুদ্দুস বয়াতী গান গাওয়ার পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। বিশেষ করে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠা করেছে কুদ্দুস বয়াতী ফাউন্ডেশন।
কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় এস এ টিভি তে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রাত ১১টায়।
সাতদিন/এমজেড