দুপুর ২টা ২০ মি, ১৪ এপ্রিল, বাংলাভিশন
সরাসরি ‘মোজো বৈশাখী উৎসব’
নগর বাউল, শিরোনামহীন, আর্টসেল, চিরকুট
প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব
১৪ এপ্রিল থেকে ঢাকার কলাবাগান মাঠে হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘মোজো বৈশাখী উৎসব’। অন্যান্য আয়োজনের পাশাপাশি এই উৎসবে গাইবেন নগর বাউল, শিরোনামহীন, আর্টসেল, চিরকুট। এই উৎসবটির মিডিয়া পার্টনার বাংলাভিশন। এই ‘মোজো বৈশাখী উৎসব’ বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে আজ পয়লা বৈশাখ, ১৪ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন নাহিদ আহমেদ বিপ্লব।