সকাল ৮টা ৩০ মি, ১৪ এপ্রিল, বাংলাভিশন
দিন প্রতিদিনে শামসুজ্জামান খান
প্রযোজনা: খায়রুল বাবুই
আজ পয়লা বৈশাখ। শুরু হলো নতুন বাংলা বছর ১৪২২। যুগ পরম্পরায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় আনন্দ-উৎসবে পরিণত হয়েছে নববর্ষ উৎসব। বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য আর সংস্কৃতির বিকাশ ঘটছে পয়লা বৈশাখের বর্ষবরণের মাধ্যমে। আজকের এই বিশেষ দিনে বাংলাভিশনের নিয়মিত আয়োজন দিন প্রতিদিনে অতিথি হয়ে এসেছে গবেষক ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বলেছেন নববর্ষ উদযাপনের প্রেক্ষাপট ও তাৎপর্য, বাংলা সন সংস্কারের বৈজ্ঞানিক ভিত্তি এবং নতুন বছরে প্রত্যাশা ও স্বপ্নের বাংলাদেশের কথা।
অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ পয়লা বৈশাখ, ১৪ এপ্রিল, সকাল ৮টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন খায়রুল বাবুই।