৭ টা ৩০ মি, ১৪ এপ্রিল, আর টিভি
বৈশাখি উৎসব ১৪২২
শিল্পী: ইয়াসমনি মুসতারী, অনিমা রায়, অনুপমা মুক্তি, আলিফ লায়লা, শাকিলা মতিন মৃদুলা
১৪ এপ্রিল বর্ষবরণ উপলক্ষে আর টিভি প্রতি বছরের মতই আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। এ দিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে বৈশাখী গানের অনুষ্ঠান 'বৈশাখি উৎসব ১৪২২'। দেশের বরেণ্য এবং জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন অনুষ্ঠানটিতে।
ইয়াসমনি মুসতারী, অনিমা রায়, অনুপমা মুক্তি, আলিফ লায়লা, শাকিলা মতিন মৃদুলা এর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচারিত হবে পয়লা বৈশাখ সকাল ৭টা ৩০ মিনিটে।