বিকাল ৩টা, ১৪ এপ্রিল, জিটিভি
ফোক ফিউশন' গাইবেন বেলাল খান এবং পুতুল
প্রযোজনা নজরুল ইসলাম খান
পহেলা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে জিটিভি আয়োজন করেছেন বিশেষ অনুষ্ঠানমালার। বিকাল ৩টায় প্রচার হবে নজরুল ইসলাম খানের প্রযোজনায় ফোক গানের অনুষ্ঠান ‘ফোক ফিউশন’। এতে গান পরিবেশন করবেন বেলাল খান এবং পুতুল।