বিকাল ৩টা, ১৪ এপ্রিল, মাছরাঙা তেলিভিশন
আবাহনী মাঠ থেকে সরাসরি
বৈশাখের কনসার্ট
অংশগ্রহণে: জেমস ও নগর বাউল, ফিডব্যাক, চিরকুট এবং বাউল এক্সপ্রেস
প্রযোজনা: অজয় পোদ্দার
বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে ধানমন্ডির আবাহনী মাঠে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘পাওয়ার ক্যান্ডি বৈশাখী কনসার্ট’ শিরোনামের এ কনসার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক, চিরকুট, বাউল এক্সপ্রেস এবং জেমস ও নগরবাউল। পুরো কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। পহেলা বৈশাখ বিকাল ৩ টায় শুরু হবে এই কনসার্ট। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় এটি প্রযোজনা করবেন অজয় পোদ্দার।
সাতদিন/এমজেড