৫টা ৩০মি, ১৪ এপ্রিল, জিটিভি
এই সন্ধ্যা'র অতিথি
পান্তা ইলিশ প্রচলনের উদ্যোক্তা শহিদুল হক খান
উপস্থাপনা এলিনা শাম্মি
প্রযোজনা সোহেল রানা
পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে জিটিভির সান্ধ্যকালীন অনুষ্ঠান 'এই সন্ধ্যায়' সরাসরি উপস্থিত থাকবেন ‘রমনা বটমূলের পান্তা ইলিশের উদ্যোক্তাদের একজন সাংবাদিক শহিদুল হক খান। সোহেল রানার প্রযোজনায় বৈশাখের বিশেষ এই সন্ধ্যায় প্রচার হবে বিকাল ৫টা ৩০মিনিটে।
রমনা বটমূলের সাথে পান্তা-ইলিশের সমন্বয় হয় ১৯৮৩ সাল থেকে। শহিদুল হক খান এই প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নিজ হাতে পান্তার পোষ্টার লিখেছেন,তার পরিবারের সদস্যবৃন্দ ভাত রেধেছেন,ইলিশ মাছ ভেঁজেছেন,কাঁচামরিচ পেঁয়াজ কেটেছেন,মাটির সানকি সংগ্রহ করেছেন। আজকের অনুষ্ঠানে তিনি কথা বলবেন বাঙ্গালীর ঐতিহ্যবাহী এ উৎসবের প্রচলন নিয়ে।