সকাল ৯টা, ১৪ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন
নওশীন ও হিল্লোলের উপস্থাপনায়
রাঙা বৈশাখ
প্রযোজনা: ইউরেকা রেজোয়ান
১৪২২ সালকে স্বাগত জানাতে উৎসবে মেতে উঠবে সারা দেশ। এই উৎসবের আমেজে মাছরাঙা টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে পহেলা বৈশাখের সকালে প্রচারিত হবে নওশীন ও হিল্লোলের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘রাঙা বৈশাখ’। আনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। পহেলা বৈশাখে বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠান স্পটগুলো দেখানা হবে এই আনুষ্ঠানে, পাশাপাশি থাকবে আড্ডা।
ইউরেকা রেজোয়ান-এর প্রযোজনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে পহেলা বৈশাখ সকাল ৯টায়।
সাতদিন/এমজেড