সকাল ৯টা ৩০ মি, ১৪ এপ্রিল, দেশ টিভি
রমনার জামতলা থেকে সরাসরি কনসার্ট
বৈশাখী আনন্দ তুফান
সংগীত পরিবেশনায়: জেম্স, সোলস্, বাপ্পা এ্যান্ড ফ্রেন্ডস,ফিডব্যাক, বৃষ্টি মুৎসুদ্দী, নির্বাচিতা মুৎসুদ্দী, লুবনা লিমি
পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশ টিভি আয়োজন করেছে দিনব্যাপী এক বর্ণাঢ্য কনসার্টের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নববর্ষে রমনার জামতলা থেকে সরাসরি সম্প্রচারিত হবে কনসার্টটি। ‘‘বৈশাখী আনন্দ তুফান” শিরোনামে এই মেগা কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস্, সোলস্ ব্যান্ড, বাপ্পা এন্ড ফ্রেন্ডস্, ফিডব্যাক, বৃষ্টি মুৎসুদ্দী, নির্বাচিতা মুৎসুদ্দী, লুবনা লিমিসহ বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা। সুমনা সিদ্দিকী এবং সুমন সাহার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন পায়েল। পয়লা বৈশাখ অর্থ্যাৎ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হবে কনসার্টটি।