রাত ৯টা ৪৫ মি, ১৪ এপ্রিল, দেশ টিভি
গানে গানে বৈশাখ
বাদশাহ বুলবুল এবং মৌটুসি পার্থ
উপস্থাপনা দেবলীনা সুর
প্রযোজনা আমজাদ সুজন
বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষ্যে দেশ টিভি আয়োজন করেছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘‘গানে গানে বৈশাখ”-এর। এতে সংগীত পরিবেশন করবেন বাদশাহ বুলবুল এবং মৌটুসি পার্থ। দেবলীনা সুর-এর উপস্থাপনা এবং আমজাদ সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে।